জাতীয়

বেতন-ভাতা শতভাগ বাড়ছে নিম্ন আদালতের বিচারকদের

নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা শতভাগ বাড়ানোর সুপারিশ করেছে বিচারকদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন। এতে সহকারী জজের সর্বনিম্ন মূল বেতন ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সিনিয়র জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের বেতন ৪০ হাজার থেকে বাড়িয়ে ৮৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।বিদ্যমান সাতটি গ্রেডের প্রতিটিতেই কমবেশি ১০০ থেকে ১১০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ রেখেছে কমিশন। বার্ষিক ইনক্রিমেন্ট ধরা হয়েছে মূল বেতনের ৪ থেকে ৫ শতাংশ। এছাড়া চিকিৎসা-ভাতা, গৃহসহায়ক-ভাতা, পোশাক/ রোব-ভাতা, চৌকি-ভাতাসহ বিদ্যমান অন্যান্য সুযোগ-সুবিধাও আনুপাতিক হারে বাড়ানোর প্রস্তাব করেছে কমিশন।গত ২১ এপ্রিল জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন ৯ সদস্যের কমিশন এই বেতন কাঠামো চূড়ান্ত করে। গত বছর ২২ ডিসেম্বর নয় সদস্যের এই কমিশন গঠন করা হয়। কমিশনের অপর সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান নোনী, আইন কমিশনের সদস্য ড. এম শাহ আলম এবং ঢাকার জেলা ও দায়রা এ এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, অর্থ সচিব ড. মাহবুব আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম। সূত্র জানায়, শিগগিরই রাষ্ট্রপতির কাছে সুপারিশসহ প্রস্তাবিত বেতন কাঠামো উপস্থাপন করা হবে।এ বিষয়ে জানতে চাইলে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম বলেন, `কমিশন থেকে সুপারিশসহ নতুন একটি বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই রাষ্ট্রপতির কাছে সেটি উপস্থাপন করা হবে।`এসএস/এআরএস/পিআর

Advertisement