আন্তর্জাতিক

মক্কায় `হালাল` সেক্স শপ!

ইসলামে ‘হালাল’ শব্দটি সাধারণত খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। যেসব খাবার বা পানীয় ইসলামী শরিয়াহ্ মতে অনুমোদিত, সেগুলোকেই হালাল বলা হয়। কিন্তু এবার এই ‘হালাল’ শব্দটি নিয়েই সেক্স শপ খোলা হচ্ছে খোদ বিশ্বের সমস্ত মুসলমানের জন্য সবচেয়ে পবিত্র নগরী মক্কাতে! জানিয়েছে প্রভাবশালী সৌদি পত্রিকা আইবি টাইমস। কবে এই হালাল সেক্স শপ খোলা হবে, তা এখনই না জানালেও এর মরক্কান সত্ত্বাধিকারী আব্দেলাজিজ আওরাগ জানিয়েছেন, ‘ইসলামসম্মত’ ১৮টি যৌন সামগ্রী নিয়ে শিগগিরই খোলা হবে এই দোকান। আওরাগ জানান, তিনি মক্কার একজন মাওলানার সঙ্গে কথা বলেছেন। মাওলানা তাকে বলেছেন এতে কোনো সমস্যা নেই, বরং এতে করে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো গভীর হবে। ইসলামে যৌনতার ক্ষেত্রে নারীদের নিষ্ক্রিয় ভূমিকায় দেখা হয় এবং এই সেক্স শপ মুসলমান নারীদের এই ভুলভাবে চিহ্নিত করার বিষয়টিকে অতিক্রম করতে সাহায্য করবে বলে দাবি করেন আওরাগ। এর আগে, ২০১৩ সালে তুরস্কে প্রথম হালাল সেক্স শপ চালু হয় বলে জানা যায়।এসআরজে

Advertisement