তারছাড়া বা তারযুক্ত কোনরকম ইন্টারনেট সংযোগই লাগবে না। স্রেফ একটা স্মার্টফোন। তা দিয়েই দেখা যাবে অন্তত ২০টি টেলিভিশন চ্যানেল। ভারতে প্রসার ভারতী এরইমধ্যে শুরু করে দিয়েছে এই প্রকল্পের কাজ। শুরুতে পাইলট প্রজেক্ট হিসেবে ২০টি চ্যানেল আনছে তারা। এর মধ্যে দূরদর্শনের চ্যানেলগুলো ছাড়াও ফ্রি-টু-এয়ার চ্যানেলগুলো থাকছে। প্রসার ভারতীর সিইও জহর সরকার বলেন, স্মার্টফোনে অভ্যস্ত প্রজন্মের কাছে দূরদর্শনকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ। আপাতত প্রসার ভারতীর যে ট্রান্সমিটারসহ অবকাঠামো আছে তাতেই এই কাজ শুরু করা সম্ভব। ট্রান্সমিটারের সিগন্যালগুলোকে সরাসরি এক্সটার্নাল ডঙ্গল বা ইন্টারনাল চিপের মাধ্যমে পাঠানো সম্ভব বলে বলছেন তারা। দূরদর্শনের নেটওয়ার্ক অঞ্চলের চেয়েও বেশি এলাকাজুড়ে এই সেবা তারা দিতে পারবেন বলে জানিয়েছেন জহর সরকার। প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের জন্য দেশটির সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এসআরজে
Advertisement