অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চোট পেয়ে আসন্ন আইপিএলের শুরুতে মাঠে নামা হচ্ছে না কোহলির। পড়ে শোনা গিয়েছিল তার পরিবর্তে আরসিবির দায়িত্ব পেতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। তবে হটাত প্রোটিয়া এই তারকার ইনজুরিতে পড়ায় অন্তর্বর্তী হিসেবে দলের ভার পড়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের কাঁধে।
Advertisement
দলের কোচ ভেট্টরি বলেন, ‘ এবির এখনও কিছু সমস্যা রয়েছে। তাকে পুরোনো রূপে ফিরে পেতে বেশ কিছুদিন বিশ্রামে রাখতে চাইছি। আশা করছি, আগামী ৮ এপ্রিলের মধ্য তাকে পুরোনো রূপে দেখতে পারবো।’
উল্লেখ্য, আর একদিন পর শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদ উদ্বোধনী দিন মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। উদ্বোধনী দিনেই বিরাট কোহলির মুখোমুখি ডেভিড ওয়ার্নারের দল। যদিও ইনজুরির কারণে বিরাট কোহলিকে পাচ্ছে না রয়েল চ্যালেঞ্জার্স। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গড়াবে উদ্বোধনী ম্যাচের খেলা।
এমআর/পিআর
Advertisement