আন্তর্জাতিক

ওমরাহ হজের সময় বাড়ল

ওমরাহর সময় আরো এক মাস বাড়িয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আরো বেশি মুসল্লি যেন ওমরাহ হজে অংশ নিতে পারেন সেজন্যই সময় বাড়ানো হয়েছে।

Advertisement

ওমরাহর সময় জুনের ১০ তারিখে (১৫ রমাদান) শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় বাড়িয়ে জুলাইয়ের ১০ তারিখ (১৫ শাওয়াল) করা হয়েছে।

ওমরাহ হজের সময় হজযাত্রীদের সেবা প্রদানকারী বিভিন্ন কোম্পানি এবং সংস্থাকে ওমরাহ হজের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

আরবি মাসের নবম মাস রমাদানের সময় ধর্মপ্রাণ মুসল্লিরা ওমরাহ পালন করে থাকেন। কারণ এই মাস মুসল্লিদের কাছে অনেক তাৎপর্য বহন করে।

Advertisement

হজ ও ওমরাহর সময় মক্কা এবং মদীনার বিভিন্ন পবিত্র স্থান, মসজিদ এবং হোটেলের সেবা নিশ্চিতে সচেষ্ট থাকে কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ উপলক্ষে বহু মুসল্লি পবিত্র নগরী মক্কা ও মদীনায় জড়ো হয়। তাদের স্বাগত জানাতে এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হয়।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৬৪ লাখ মুসল্লিকে ওমরাহ পালনের জন্য ভিসার অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ২০১৫ সালের চেয়ে এই সংখ্যা ছিল ৭ ভাগ বেশি।

ওমরাহ পালনের জন্য সবচেয়ে বেশি ভিসা পেয়েছে মিসর। দেশটি ২০১৬ সালে ওমরাহ পালনের জন্য ভিসা পেয়েছে ১৩ লাখ ৩ হাজার ৬৭টি। ২০১৫ সালের চেয়ে এই সংখ্যা ছিল ১৭ ভাগ বেশি।

ওমরাহ পালনের জন্য ভিসা পেয়ে পাকিস্তান ছিল দ্বিতীয় অবস্থানে। দেশটি মোট ৯ লাখ ৯১ হাজার ৩৩৭টি ভিসা পেয়েছে। আগের বছর দেশটি ভিসা পেয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৪টি।

Advertisement

এই তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়া। দেশটি ৬ লাখ ৯৯ হাজার ৬১২টি ওমরাহ ভিসা পেয়েছে। যা ২০১৫ সালের তুলনায় ৭ দশমিক ২ ভাগ বেশি।

টিটিএন/পিআর