খেলাধুলা

তামিমে অগাধ আস্থা মাশরাফির

অন্যান্য সব দলে ম্যাচ উইনার খেলোয়াড় থাকলেও বাংলাদেশে এমন কেউ আছে কি? এমন প্রশ্নের জবাবে মাশরাফির উত্তর এক তামিম খেললেই তো হয়ে যায়।

Advertisement

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের পর মাঝে সব মিলিয়ে টানা সাতটি টি-টোয়েন্টি ম্যাচে কোনো জয় নেই টাইগারদের। এবার আবার সেই লঙ্কানদের সামনে বাংলাদেশ। আর সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে এগিয়ে থাকতে মরিয়া টাইগার অধিনায়ক। এ ক্ষেত্রে টপ অর্ডারে তামিমের দায়িত্বটা বেশি বলে মনে করেন মাশরাফি।

মাশরাফি বলেন, `টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের বড় ভূমিকা থাকে। আর তামিম যদি শুরুতে ওর খেলাটা খেলে তাহলে অন্যদের জন্য কাজটা সহজ হয়ে যায়।`

এদিকে ছাড়াও আরও অনেক খেলোয়াড় আছেন যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এমনটাই মনে করেন মাশরাফি। ` আমাদের ম্যাচ উইনার খেলোয়াড় অনেক আছে। তামিম ইকবাল তো অবশ্যই। এছাড়াও সাকিব সাব্বির রহমান, মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, ‍মুশফিকুর রহীম আছে, কয়েকটা ম্যাচে সে একা হাতে জিতিয়েছে।`

Advertisement

এমআর/জেআইএম