জাতীয়

পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেয়ার তাগিদ

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম চালিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দফতরসমূহকে তাগিদ দেয়া হয়েছে।সভায় এ জন্য সেক্টরভিত্তিক অগ্রাধিকার, ব্যয় সাশ্রয়, বাস্তবায়ন ত্বরান্বিতকরণ ও অগ্রাধিকার নির্ণয় করে প্রকল্প বাস্তবায়ন জোরদার করার সুপারিশ করা হয়। বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের পাঁচটি উইং এর আওতাধীন আটটি সেক্টরের সেক্টরভিত্তিক কার্যক্রম সম্পাদনের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করে আলোচনা করা হয়।সভায় এই ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকাণ্ড এগিয়ে নেয়ার লক্ষ্যে শিক্ষা ও ধর্ম, জনপ্রশাসন, বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি, গণসংযোগ, সমাজকল্যাণ, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান এ ৮টি সেক্টরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ার সার্বিক দিক সম্পর্কে মত বিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া সভায় স্থায়ী কমিটির ১ম থেকে ৯ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কাজের গুণগত মান নিশ্চিতকরণের বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোর নিজস্ব মনিটরিং অথবা প্রযোজ্য ক্ষেত্রে শর্ত আরোপের পরামর্শ দেয়া হয়।সভায় জানানো হয়, কমিটির ১ম থেকে ৯ম বৈঠক পর্যন্ত মোট গৃহীত সিদ্ধান্ত ৪৪টি, এর মধ্যে বাস্তবায়িত ৪০টি, আংশিক বাস্তবায়িত বা বাস্তবায়নাধীন ৪টি।কমিটির সদস্য শওকত আলী, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং মো. আব্দুল হাই সভায় অংশ নেন। এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন।পরিকল্পনা কমিশনের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং সদস্যগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।একে/আরআই

Advertisement