রাজনীতি

নির্বাচনী প্রচার অব্যাহত রাখবেন খালেদা

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার অব্যাহত রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনে উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।বুধবার রাতে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, যতো বাধাই আসুক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার প্রচার কাজ অব্যহত রাখবেন। কোনো হামলাই এ প্রচারকে থামাতে পারবে না।প্রসঙ্গত, টানা পঞ্চম দিনের মতো বুধবার বিকেলে নির্বাচনী প্রচারে নেমেছিলেন খালেদা জিয়া। তার গাড়িবহরটি বিকেল ৪টা ৫০ মিনিটে বাংলামোটর মোড় অতিক্রম করার সময় সরকার দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। পরে তিনি নয়াপল্টন দলীয় কার্যালয়ে অবস্থান নেন।এমএম/বিএ/আরআই

Advertisement