দেশজুড়ে

সন্দ্বীপে নৌকাডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

সোমবার সকাল পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিকেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান স্থগিত করেছে।

এলাকাবাসী জানায়, চট্টগ্রামের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্র্যাক রোববার রাতে গুপ্তছড়া ঘাটে নোঙ্গর করলে যাত্রী নামানোর জন্য ছোট আকারের লাল বোট স্টিমারের কাছে যায়। এসময় প্রচণ্ড ঢেউয়ে সি-ট্র্যাক এবং লাল বোটের সংঘর্ষে বোটটি প্রায় ৩০-৩৫ জন যাত্রীসহ ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।

সন্দ্বীপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, এ ঘটনায় রোববার গভীর রাতে সন্দ্বীপে মগধরা ঘাটের কাছে তিনজনের মরদেহ পাওয়া যায়। সোমবার সকালে সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ঘাটের কাছে ভেসে ওঠে আরও দুইজনের মরদেহ। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে।

Advertisement

এআরএ/এমএস