খেলাধুলা

আইপিএল দিয়েই জাতীয় দলে ফিরতে চান ইউসুফ পাঠান

ভারত জাতীয় দলে সর্বশেষ কবে খেলেছেন ইউসুফ পাঠান? উত্তর- ২০১২ সালের মার্চে। ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের খেলায় পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটাই ওয়ানডেতে তার শেষ ম্যাচ। ম্যাচটিতে ইউসুফ পাঠানের ব্যাট করার সুযোগ হয়নি। বল হাতে ৫ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

Advertisement

টি-টোয়েন্টিতে ইউসুফের শেষ ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জোহানেসবার্গে অনুষ্ঠিত ওই ম্যাচেও ব্যাট ধরার সুযোগ হয়নি তার। বল হাতে করেছেন এক ওভার। ৯ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে। ইউসুফ পাঠানের মনটা ভীষণ খারাপ! আইপিএল দিয়েই আবার ফিরতে চান জাতীয় দলে। আসন্ন দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন ইউসুফ। দলকে সেরাটাই উজাড় করে দিতে প্রস্তুত এই অলরাউন্ডার।

তিনবার আইপিএলের শিরোপাজয়ী এই ক্রিকেটার বলেন, ‘আমার শেষ লক্ষ্য- জাতীয় দলের (ভারত) হয়ে প্রতিনিধিত্ব করা। আইপিএল হলো একটি প্লাটফর্ম, যেখানে নিজেকে আবার প্রমাণ করার সুযোগ রয়েছে। এই সুযোগটা কাজে লাগাতে চাই।’

Advertisement

এনইউ/পিআর