খেলাধুলা

বোলিং-ফিল্ডিংয়ে স্বপ্ন পূরণের পথে টাইগাররা

শুরুটা ১৬ বছর পরে কাঙ্ক্ষিত ম্যাচ জেতার মধ্য দিয়ে। কিন্তু টাইগাররা তো আর থেমে থাকার নয়। স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে সিরিজ জয়। সিরিজ জয় নিশ্চিত হয়েছে গত ম্যাচেই। তবে কি স্বপ্ন শেষ? সেটি কি করে হয়! এক স্বপ্ন পূরণে নতুন স্বপ্ন উকি দেয় টাইগারদের চোখে। আর বুধবার বাংলাওয়াশের স্বপ্নে ভিবোর টাইগাররা স্বপ্ন পুরণে বেশি দূরে নেই।টসে জিতে পাকিস্তান সর্তক ভাবে খেলার চেষ্টা করলেও থেমে থাকেনি টাইগাররা। স্বপ্ন পূরণের কিনা চেষ্টাই করেছে মাশরাফি, রুবেল, সাবিকরা। পাকি অধিনায়ক আজাহারের সেঞ্চুরিতে বড় স্করের আশা জাগিয়ে তুললেও সাকিবের বলে ১০১ রানেই বোল্ট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর আর কেউ বড় স্করের তালিকায় নাম লেখাতে পারেননি। শেষ দিকে টাইগারদের দূর্দান্ত বোলিং তো ৫০ ওভার ছুতেই দিলো না পাকিদের। ২৫১ রানের লক্ষ্য দিয়ে হারাতে হয়েছে সবকটি উইকেট।আর ২৫১ রানের লক্ষ্য পূরণে বাংলাওয়াশের স্বপ্ন পূরণের পথেই যেন আপাতত বাংলাদেশ।এসএ/আরএস

Advertisement