ক্যাম্পাস

ক্যাম্পাস ছাড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধ ঘোষণায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১৪ দিন বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়টি। নিরুপায় হয়ে ক্যাম্পাস ত্যাগ করছেন শিক্ষার্থীরা।জানা গেছে, রবিবার ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেটে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়। ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে সোমবার থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১৪ দিন একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এ নিয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন ও ক্ষুব্ধ হয়েছেন।দীর্ঘ ৩৫ দিন বন্ধের পর গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয় খোলে। ২০ দিন না যেতেই আবার ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ভিসি ভবন ঘেরাও করার সিদ্ধান্ত নেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, এ ১৪ দিনে ১৫টি বিভাগের প্রায় অর্ধশতাধিক পরীক্ষা স্থগিত হয়েছে। অথচ এ সময়টিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বারবার ক্যাম্পাস বন্ধের কারণে সেশনজট চরম আকার ধারণ করছে।এ ব্যাপারে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘বারবার প্রশাসন কিছু ঘটতে না ঘটতেই ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়। আমাদের শিক্ষাজীবনে এর প্রভাব ফেলছে।’

Advertisement