খেলাধুলা

প্রতিপক্ষের জালে জুনিয়র বার্সার ১২ গোল

বার্সেলোনা এফসির কর্মকর্তারা ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত হতে পারে এখনই। লা মাসিয়া থেকে তারা যেমন মেসি, জাভি, ইনিয়েস্তাদের তুলে এনে বিশ্ব শাসন করে বেড়াচ্ছে, তেমনি আরও একটি ব্যাচ উঠে আসছে মেসি-নেইমারদের অনুসরণ করে। রীতিমত রেকর্ড গড়ে বেড়াচ্ছে মেসি-ইনিয়েস্তাদের উত্তরসুরিরা।

Advertisement

স্প্যানিশ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ সেগুন্ডা ডিভিশনে বার্সেলোনা ‘বি’ দল শনিবার ১২-০ গোলে পরাজিত করেছে এল্ডেন্সেকে। ফরোয়ার্ড দানি রোমেরা এবং জেসাস আলফারো দু’জনই করেছেন হ্যাটট্রিক। সিনিয়র দলের কোচ লুইস এনরিকের সামনেই প্রতিপক্ষের জালে একের পর এক বল জড়িয়েছে বার্সার জুনিয়ররা। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৮বার বল প্রবেশ করিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে করেছে আরও ৪ গোল।

খেলার অতিরিকিক্ত সময়ে দলের হয়ে ১২তম গোলটি করেন ইগনাসিও আবেলেদো। একই সঙ্গে সেগুন্ডা ডিভিশনের হয়ে এক ম্যাচে গোলের রেকর্ড গড়লো বার্সা বি দল। ১৯৯২ সালে একই ব্যবধানে পর্তুয়েন্সেকে হারিয়েছিল এক্সট্রামাদুরা। স্প্যানিশ ফুটবলের জুনিয়র লেভেলে যা সর্বোচ্চ গোলের রেকর্ড। সেই রেকর্ডে এবার ভাগ বসালো বার্সেলোনা বি দল।

বার্সা বি দলের কোচ জেরার্ড লোপেজ এখন পুর্বসূরি লুইস এনরিকে কিংবা পেপ গার্দিওলার পথ অনুসরণ করতে পারেন। কারণ, এই দুই কোচ তো বার্সা ‘বি’ দলের কোচ ছিলেন এক সময়। সেখান থেকেই তারা উঠে এসেছেন মূল দলে।

Advertisement

আইএইচএস/জেআইএম