দেশজুড়ে

আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিহত পলাশের গ্রামে শোকের মাতম

ঢাকার সাভারের আশুলিয়ায় ব্যাংকে ডাকাতদের গুলিতে নিহত শাহাবুদ্দিন মোল্লা ওরফে ছোট পলাশের ঝিনাইদহের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল মঙ্গলবার দুপুরে নিহত হওয়ার খবর বাড়িতে পৌঁছানোর পর পরিবারটিতে নেমে আসে শোকের ছায়া। নিহত শাহাবুদ্দিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন ছিলেন অতি সাহসী ও মেধাবী ছাত্র। নিজ এলাকা থেকে এইচএসসি পাশ করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে অনার্সে ভর্তি হন। গত ১৯৮৪-৮৫ বর্ষে তিনি মাস্টার্স পাশ করে ব্যবসা শুরু করেন।আশুলিয়ার কাঠগড়াই তিনি গ্লোরিয়াস ফ্যাশন নামের একটি প্রিন্টিং কারখানা গড়ে তোলেন। তখন থেকেই ঢাকার মতিঝিলে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।৯ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাকে ঘিরেই পরিবারের সবার আশা ভরসা ছিল। তার এই অকাল মৃত্যুতে পরিবারের স্বজনরাসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।আজ বুধবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে তার মৃতদেহ নিজ গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। সেখানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে পলাশকে দাফন করা হবে।উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে টাকা তুলতে গিয়ে ডাকাতিকালে ব্যাংক ম্যানেজারকে রক্ষা করতে গিয়ে অতি সাহসী শাহাবুদ্দিন নিহত হয়।এমএএস/আরআই

Advertisement