খেলাধুলা

যে কারণে পেশোয়ার জালমি ছাড়লেন আফ্রিদি

পিএসএলের দ্বিতীয় মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। দলের মালিক জাভেদ আফ্রিদির সঙ্গে রয়েছে পারিবারিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবুও শহিদ আফ্রিদি কয়েকদিন আগে ঘোষণা দিলেন, তিনি আর পেশোয়ার জালমির সঙ্গে সম্পর্ক রাখতে চান না। পিএসএল বিজয়ী দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। গত ২৫ মার্চ এক টুইট বার্তার মাধ্যমে এ খবর জানিয়েছিলেন আফ্রিদি নিজেই।

Advertisement

২৫ মার্চের পর থেকেই পাকিস্তান ক্রিকেটে এবং ভক্তদের মধ্যে বড় প্রশ্ন, কেন পেশোয়ার জালমি ছাড়লেন আফ্রিদি? একটি দলকে চ্যাম্পিয়ন করার পর যখন সম্পর্ক আরও অটুট হওয়ার কথা, তখন তিনি সম্পর্ক ছিন্ন করলেন! অবশেষে ভক্তদের সব প্রশ্নের উত্তর নিজেই দিলেন বুমবুম খ্যাত এই ড্যাশিং অলরাউন্ডার।

পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের এক অনুষ্ঠান জিরগার উপস্থাপক সেলিম সাফিকে তিনি বলেন, ‘এখানে আসলে ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে। যেগুলো আমি মিডিয়ায় প্রকাশ করতে চাই না।’

ব্যক্তিগত বিষয়গুলো না বললেও আফ্রিদি কিন্তু কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেছেন। জিরগা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি দেখছি পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদির ভিশন এবং প্রত্যাশা অনেক বড়। দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে। তার এ ভিশন বাস্তবায়নের পথে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। এ কারণেই মূলত সরে দাঁড়িয়েছি।’

Advertisement

কেন পেশোয়ার জালমির মালিকের ভিশনে বাধা হওয়ার প্রশ্ন এলো আফ্রিদির? সে প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন। তিনি বলেন, ‘আমার নিজের ফাউন্ডেশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ফাউন্ডেশন নিয়ে আমার হাতে অনেক কাজ। এ কারণে পেশোয়ার জালমিকে আমি পুরোপুরি সময় দিতে পারব না। তারা আমার সার্ভিস পুরোপুরি পাবেও না। আমার ফাউন্ডেশনের অনেকগুলো প্রজেক্ট রয়েছে। আমি সেগুলোতেই মনোনিবেশ করতে চাই।’

পিএসএল ফাইনাল শেষেই আফ্রিদি ঘোষণাটা দিতে চেয়েছিলেন। তবে পেশোয়ার জালমির সঙ্গে কিছু বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণে সে ঘোষণাটা আসতে এত দেরি হলো। অবশেষে যখন প্রতিশ্রুতি পূরণ করতে পারলেন, তখন পেশোয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। প্রশ্ন করা হয়েছিল, এ সিদ্ধান্তের কারণে দুই আফ্রিদি পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না তো? তিনি বলেন, ‘না, কখনোই এ সিদ্ধান্তের কারণে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে না।’

আইএইচএস/জেআইএম

Advertisement