এবার আত্মহত্যা ঠেকাবে ফ্যান। ঝুললেই বাজবে সাইরেন। এমন অভিনব পন্থা খুঁজে বের করেছে ভারতের রাজস্থান প্রদেশের একদল ছাত্র। কেউ সিলিং ফ্যানে ঝুলতে গেলেই বেজে উঠবে সাইরেন।
Advertisement
রাজস্থানের কোটা শহরের একটি ছাত্রাবাস রয়েছে যেখানে পড়তে গিয়ে নানা কারণে হতাশ হয়ে শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নেয়। শিক্ষার্থীদের আত্মহত্যার পথ থেকে ফেরাতে এই পদ্ধতির উদ্ভাবন করে ছাত্রাবাসেরই কয়েকজন ছাত্র।
ছাত্রাবাস কর্তৃপক্ষ জানায়, সিলিং ফ্যানে ২০ কেজি ওজনের কোনো কিছু যুক্ত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে বিপদের জানান দেবে। ফ্যানে থাকবে সেন্সর, যা অতিরিক্ত ওজনে সাইরেন বাজাতে থাকবে।
ছাত্রাবাসের প্রধান নবীন মিত্তাল বলেন, ‘এতে আত্মহত্যার ঘটনা অনেকটাই কমানো যাবে বলে আমরা আশাবাদী।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Advertisement
বিএ/পিআর