জাতীয়

বিশ্বে শান্তি ও প্রগতি অর্জনে অঙ্গীকারের আহ্বান প্রধানমন্ত্রীর

সন্ত্রাসী কর্মকাণ্ড ও চরমপন্থাকে বিশ্ব শান্তি ও উন্নয়নের পথে প্রধান প্রতিবন্ধকতা হিসেব উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশ্বের শান্তি ও অগ্রগতির প্রতি পুনঃঅঙ্গীকারের জন্য আফ্রো-এশীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ বিশ্ব গড়ে তোলা এবং সাবির্কভাবে বিশ্বে সম্মিলিত ও দৃঢ় বন্ধনে আবদ্ধ গতিশীল সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বালাই সিদাং কনভেশন সেন্টারে দ্বিতীয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণদানকালে একথা বলেন প্রধানমন্ত্রী।এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দরে অবতরণ করেন।এক নজরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফরসূচি : বুধবার সকাল পৌনে ১০টার দিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর ফাঁকে সোয়া ১০টার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। তার সঙ্গে বৈঠকের পর আবারও সম্মেলনের মূল অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে বেলা আড়াইটার পর শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টার পর তিনি বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবের সঙ্গে। এর পরপরই বৈঠক করবেন মায়ানমারের প্রেসিডেন্ট থিন সেইনের সঙ্গে।২২ এপ্রিলের ব্যস্ততা শেষে রাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সৌজন্যে তার বাসভবন ‘ইস্তান নেগারা’য় নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। পরদিন ২৩ এপ্রিল সকালে সম্মেলনস্থল জেসিসিতে গিয়ে মূল অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা।সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বেলা সোয়া ১১টার পর তিনি বৈঠক করবেন আয়োজক দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে এবং সবশেষে দুপুর ১২টায় বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে।সম্মেলনের ব্যস্ততা শেষে ২৩ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জাকার্তা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টায় ঢাকায় অবতরণ করবে শেখ হাসিনাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি। বিএ/পিআর

Advertisement