আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকে গুলি ও বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় ডাকাত সাইফুলসহ ১২ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।মামলা হওয়ার বিষয়টি নিশিচত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশুলিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চলছে। এদিকে, ঘটনার পর বুধবার সকালেও গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়তে দেখা গেছে। সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন শতশত নারী পুরুষ। এলাকার দোকান পাট বন্ধ রেখেছেন ব্যবসায়িরা। ব্যাংকটিতে লেনদেন বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। ব্যাংকটির চারপাশে অবস্থান করতে দেখা গেছে পুলিশ ও র্যাব সদস্যদের।রাতেই নিহত ব্যাংক কর্মকর্তাসহ আটজনের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ডাকাতদের গুলি ও বোমায় ব্যাংক ম্যানেজার, গ্রাহক ও নিরাপত্তাকর্মীসহ আটজন প্রাণ হারান। ডাকাতদের গুলি, বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এছাড়া জনতার গণপিটুনিতে এক ডাকাত প্রাণ হারান। আহতরা সবাই এনাম মেডিকেলে চিকিৎসাধিন রয়েছে।এএইচ/এমএস
Advertisement