আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৮জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিনটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন পিয়ার (২৭), জিয়াউর (২৭), রেজা মোল্লা (২৯), সাবু (৩২), মাহাবুব (৩০), মিঠু (৩১), হালিমা বেগম (৪৫), সালমা বেগম (৩৩), হাবিবুর (৩৭), বাদশা (৩৬), আজিবর মোল্লা ও রউফ মোল্লা। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের জামান ও আজিবর গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সংঘর্ষে আহত জিয়াউর জানান, বুধবার সন্ধ্যায় আজিবর গ্রুপের কোবাদ নামে এক ব্যক্তির ওপর হামলার চেষ্টা চালায় জামানপক্ষের লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ভোর সাড়ে ৬টায় জামান পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেলসহ অস্ত্রশস্ত্রাদি নিয়ে আজিবর পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে। এসময় আজিবর গ্রুপের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে দু`পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১৮ জন আহত হয়।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এসএস/এএইচ/এমএস
Advertisement