বাংলাদেশকে সবসময়ই প্রিয় প্রতিপক্ষ ভাবতেন শ্রীলঙ্কার সাবেক পেসার দিলহারা ফার্নান্দো। পেসারদের মধ্যে ১৩ ম্যাচে তিনিই নিয়েছেন সর্বাধিক ২২টি উইকেট। উত্তরসূরির সে ধারা ধরে রেখে লঙ্কান দলে এসেছেন আরও এক ফার্নান্দো। ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলে এসেছেন আসিথা ফের্নান্দো। বাংলাদেশকে পেয়েই জ্বলে উঠলেন এ পেসার। দারুণ এক হ্যাটট্রিক করেছেন এ নবীন।
Advertisement
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে ইনিংসের সপ্তম ওভারে সব উলটপালট। হঠাৎ করেই রুদ্ররূপ ধারণ করেন ফার্নান্দো। ওই ওভারের প্রথম তিন বলে তুলে নিলেন তিন উইকেট। ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম হ্যাটট্রিকটি তুলে নেন এ লঙ্কান।
ওভারের প্রথম বলে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন আফিফ হোসেন। এরপর বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় আঘাতটি হানেন ফার্নান্ডো। অধিনায়ক মুমিনুল হককে ফেরান তিনি। কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। হ্যাটট্রিকের শেষ উইকেটটি ছিল জাদুকরী এক বলে। দারুণ এক ইয়র্কারে অফস্টাম্প উড়ে যায় নাজমুল হাসান শান্তর। আর তাতেই হ্যাটট্রিকের উল্লাসে মাতেন ১৯ বছরের এ তরুণ।
উল্লেখ্য, কদিন আগেই শ্রীলঙ্কার জাতীয় দলের বিপক্ষে হ্যাট্রিক করেন বাংলাদেশ জাতীয় দলের তাসকিন আহেমদ। তবে তাসকিনের দারুণ ওই হ্যাটট্রিকের পর ম্যাচটি ভেসে যায় বৃষ্টির দাপটে।
Advertisement
আরটি/এমআর/এমএস