দেশজুড়ে

সমুদ্রসীমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্টগার্ড

জ্যেষ্ঠ স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমা সুরক্ষার জন্য কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে হবে। তবে কোস্টগার্ড বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাত্র ২০ বছরে তারা একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। বর্তমান সরকার তাদের আধুনিকায়নের জন্য বিশেষ বরাদ্দ দেবে।মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ বন্দরে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স লিমিটেডে কোস্টগার্ডের জন্য চারটি নতুন জাহাজের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মঙ্গলবার দুপুরে যথাক্রমে ২টি ইনশোর পেট্রল ভ্যাসেল এবং ২টি ফাস্ট পেট্রল বোট নির্মাণের কিল লেয়িং অনুষ্ঠান ও জাহাজের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশিদ মালিক এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন, র‌্যাব-১১ এর সিইও আনোয়ার লতিফ খান প্রমুখ।এমজেড/একে/আরআই

Advertisement