নতুন একটি বিলের বিরোধিতা করে প্যারাগুয়ের কংগ্রেস ভবনে আগুন লাগিয়েছেন বিক্ষোভকারীরা। ওই ভবনে ভাঙচুরও চালানো হয়েছে।
Advertisement
প্যারাগুয়ের সংবিধান অনুযায়ী, ৫ বছর মেয়াদি একজন প্রেসিডেন্টের দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে কঠোর বিধি-নিষেধ রয়েছে। তবে বর্তমান প্রেসিডেন্ট হোকাতিও কার্তেস এই বিধি-নিষেধ শিথিল করতে চাচ্ছেন। অর্থাৎ তিনি যে বিলটি আইনসভায় পাস করাতে চাচ্ছেন তার ফলে তিনি নির্বিঘ্নে আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াতে পারেবেন।
এ বিলের বিরোধিতা করেই রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। তাদের ঠেকাতে রাবার বুলেট ও জলকামান ব্যবহার করতে হয়েছে পুলিশকে।
সংবিধান সংশোধন করে বিলটি পাস করতে এরআগে বেশ গোপনে একটি বৈঠক করেছেন সিনেটররা।
Advertisement
এই বিলটি নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিতে পাস হতে হবে; যেখানে প্রেসিডেন্ট কার্তেসের দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
চেম্বার সভাপতি হুগো ভালাকুয়েজ স্থানীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার এ নিয়ে বৈঠক হবে। তবে এ নিয়ে হয়তো কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হবে না। জনগণকে শান্ত থাকারও আহ্বান জানান তিনি।
নতুন বিলের যারা বিরোধিতা করছেন তাদের বক্তব্য হলো- এ বিলটি আইন আকারে পাস হলে তা দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করবে।
১৯৫৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে প্যারাগুয়ের ক্ষমতায় আসেন জেনারেল আলফ্রেদো স্ত্রোয়েসনার। ১৯৮৯ সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকেন তিনি।
Advertisement
১৯৯২ সালে আধুনিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় দেশটিতে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা, দলীয় কোন্দল ও অভ্যুত্থানের কয়েক দফা চেষ্টা হয়েছে এরপরও।
বর্তমান সংবিধান অনুযায়ী ২০১৮ সালে প্রেসিডেন্ট কার্তেসের মেয়াদ শেষ হওয়ার কথা।
কেএ/এনএফ/এমএস