‘কি মোস্তাফিজ, আপনি নাকি এবার আইপিএল খেলবেন না? ভারতের প্রচার মাধ্যম ‘স্পোর্টস স্টারের’ সঙ্গে আলাপে নাকি বলে দিয়েছেন, আমার আর এবারের আইপিএল খেলা হচ্ছে না।’
Advertisement
কই নাতো ? আমিতো অমন কথা বলিনি। আমি যা বলিনি, তাই লেখা হয়েছে। আমি আইপিএল খেলবো না, এমন কথা বলিনি। বলেছি, আমার শ্রীলঙ্কায় আরও তিনটি ম্যাচ আছে। সেগুলো আগে শেষ হোক। তারপর বলা যাবে। আর সিদ্ধান্তটা নেবে বোর্ড। বিসিবিই বলতে পারবে আমাকে ক্লিয়ারেন্স দেবে কি দেবে না?’
ওপরের কথোপকোথনটা জাগো নিউজের সঙ্গে মোস্তাফিজুর রহমানের। আজ (শুক্রবার) দুপুর গড়িয়ে বিকেল নামতে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের পাশে ইনডোরে বোলিং শেষে মূল মাঠে ঢোকার পথে কথা হচ্ছিল কাটার মাষ্টারের সঙ্গে। তার এই কথোপকোথনই বলে দিচ্ছে, তাকে উদ্ধৃত করে ভারতের স্পোর্টস স্টারে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা সত্য নয়।
মোস্তাফিজ পুরো ঘটনার বিস্তারিত বর্ননা দিতে গিয়ে আরও বলেন, হঠাৎ দেখি আমার হোটেল রুমে ফোন বেজে উঠলো। আমি তুলতেই ওপার থেকে জানানো হলো ভারত থেকে। বলা হলো আইপিএল প্রসঙ্গে কথা বলবেন। আমার কাছে জানতে চাওয়া হলো আমি এবার আইপিএল খেলতে যাবো কিনা? আমি জানালাম, আমি যাবো কি যাবো না, সেটা আমার ব্যাপর। আমার জাতীয় দলের খেলা আছে। তারপরে যাওয়া না যাওয়ার প্রশ্ন। আর সেটাও বিসিবির অনুমোদন সাপেক্ষে। এখানে আমি আইপিএল খেলবো না, কোথায় বললাম?’
Advertisement
অনেকবারই বলা হয়েছে তার বলে আগুন ঝড়ে। তার বিষাক্ত কাটারে বিব্রতকর অবস্থায় পড়ে যান অনেক বড় বড় ব্যাটসম্যানও। কিন্তু সেই অসামান্য প্রতিভাবান বোলার মোস্তাফিজ প্রেসের সঙ্গে কথা বলতে গিয়েই যেন কেমন হয়ে যান! তাই তো প্রচার মাধ্যমে একটা কথা চাওর হয়ে আছে, মোস্তাফিজ মিডিয়ার সামনে লাজুক।
কিন্তু আজ সেই মোস্তাফিজের অন্যরূপ। তার আইপিএল খেলা নিয়ে যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে, বেশ ভালোভাবেই সে সংশয়ের অবসান ঘটালেন মোস্তাফিজ। এমন নয়, ম্যানেজার খালেদ মাহমুদ মধ্যস্ততা করে দিয়েছেন। তাও নয়। প্র্যাকটিসের ফাঁকে যে সাংবাদিকই ঐ প্রসঙ্গে কথা বলতে গেছেন, মোস্তাফিজ তার সঙ্গে বেশ গুছিয়ে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন।
এদিকে এ বিষয়ে জাগো নিউজের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, আমি জানতাম না কোন ভারতীয় ওয়েবসাইট মোস্তাফিজকে ফোন করে কথা বলেছে। তবে আমি এ বিষয়ে তার সঙ্গে কথা বলেছি, সে (মোস্তাফিজ) আমাকে জানিয়েছে, আমি আইপিএল খেলবো না, এমন কথা কখনো বলিনি।
আমার খেলতে যাওয়া এখনো নিশ্চিত নয়। আর যেহেতু শ্রীলঙ্কা সফরে আরও তিনটি ম্যাচ বাকি আছে, তাই ঐ খেলা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আগের রাতে জাগো নিউজের সাথে আলাপে যা বলেছিলেন খালেদ মাহমুদ, আজ বিকেলেও সেই কথাই বললেন। আমি বিষয়টা জানতাম না। আর আমি জানি, মোস্তাফিজের ভিসা প্রসেস হচ্ছে। আর শেষ পর্যন্ত তার যাওয়া হবে কিনা, তা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তর ওপর। সেটা বিসিবিই সিদ্ধান্ত নেবে।’
Advertisement
এআরবি/এমআর/পিআর