রাজনীতি

খালেদার গাড়ি বহরে হামলা : আনিসুলের নিন্দা ও দুঃখ প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।সোমবার রাত ১১টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এ নিন্দা ও দুঃখ প্রকাশ করেন তিনি।ফেসবুক স্ট্যাটাসে আনিসুল হক বলেন, ‘BNP চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনা খুবই দুঃখজনক। যে স্বার্থান্বেষী মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগের সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় খালেদা জিয়ার বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ ও বুধবার ঢাকা-চট্টগ্রাম বাদে সারাদেশে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি।এদিকে খালেদার গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই পৃথকভাবে মামলা দায়ের করেছে।মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান সমন্বয়কারী বিএনপির পক্ষে রাজধানীর তেজগাঁও থানায় একটা মামলা দায়ের করেন। মামলা নং ৪০। এতে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক রজমান আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার রাত ১১টায় একই ঘটনায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ কর্মকর্তা ও বিএনপি নেতা-কর্মীদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজহারুল ইসলাম।একে/আরআই

Advertisement