আন্তর্জাতিক

দেশে দেশে রম্ভা-উর্বশীরা

ফটোগ্রাফার মিহায়েলা নোরক মনে করেন, সৌন্দর্যের সঙ্গে আদতেও দেশ বা জাতির কোনো সম্পর্ক নেই। তিনি ভালোবাসেন এ পৃথিবীর বৈচিত্র, মানুষে মানুষে ভিন্নতা। আর এ বৈচিত্র-ভিন্নতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা থেকেই ‘দ্য অ্যাটলাস বিউটি প্রজেক্ট’ নিয়ে কাজ করছেন তিনি।

Advertisement

ইতোমধ্যে বিশ্বের ৩৭টি দেশ ঘুরেছেন তিনি। সেসব দেশ ঘুরে তিনি ছবি তুলে বেরিয়েছেন নানা রুপ-ঢঙ-বর্ণ-সংস্কৃতির নারীদের।

বেশিরভাগ ছবিই একই ধাচে তোলা হলেও এর প্রত্যেকটির রয়েছে আলাদা অভিব্যক্তি, প্রতিটি ছবিই যেন আলাদা একেকটি গল্পের নেপথ্য চরিত্র। তাদের রয়েছে ভিন্ন সুখের গল্প, রয়েছে ভিন্ন ভিন্ন দুঃখের অনুভূতি।

মিহালা মূলত যা তুলে ধরতে চেয়েছেন এক কথায় তা হলো সৌন্দর্য; নারীর স্বর্গীয় অবয়ব, যার শুরু দৃষ্টিতে তবে গভীরতা দৃষ্টিসীমার ঊর্ধ্বে।

Advertisement

মিহালার তোলা সবগুলো ছবি দেখা যাবে ‘দ্য অ্যাটলাস অব বিউটি’র ফেসবুকে পেজে। এ প্রজেক্টের কয়েকটি ছবি

কেএ/এনএফ/এমএস