আন্তর্জাতিক

মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে শতাধিক বন্দীর মৃত্যু

গত দুই বছরে মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে আটক শতাধিক বন্দী মারা গেছেন। রোগে ভুগে বা অন্যান্য কারণে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন।

Advertisement

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিহতের এ পরিসংখ্যান দেশটির জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়েছে।

ওই হিসাবে দেখা গেছে, ২০১৫ সালে মৃত্যু হয়েছে ৮৩ জনের, ২০১৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত মারা গেছে আরও অন্তত ৩৫ জন। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এ মৃত্যুহার বেশি কিনা তা স্পষ্ট নয়।

মারা যাওয়া ১১৮ বন্দীর অর্ধেকেরই বেশি মিয়ানমারের নাগরিক।

Advertisement

নির্বাচিত সরকারের আমলেও মিয়ানমারে চলমান দমনপীড়ন থেকে বাঁচতে রোহিঙ্গাসহ বহু শরণার্থী মালয়েশিয়ায় পালিয়ে যাচ্ছে। তবে আটক কেন্দ্রে কতজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রোগে ভুগে যাদের মৃত্যু হয়েছে তারা পর্যাপ্ত স্যানিটেশন, খাবারের অভাব, শারীরিক নিগ্রহ কিংবা পর্যাপ্ত চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে মারা গিয়ে থাকতে পারে।

এমএমজেড/এমএস

Advertisement