অর্থনীতি

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব

শেয়াবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।

Advertisement

ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ প্রদান করা হবে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ব্যাংকের দেশি-বিদেশি ডাইরেক্টর এবং ম্যানেজিং ডাইরেক্টররা উপস্থিত ছিলেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সালের লাভ-লোকসান ও ব্যালান্স শিট অনুমোদন করা হয়। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৩ মে। একইসঙ্গে লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

এসআই/এমআরএম/জেআইএম

Advertisement