খেলাধুলা

আজহারদের পাশে মিসবাহ

টানা দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়ে পাকিস্তানের। এবার তাদের সামনে বাংলাওয়াশ হওয়ার আশঙ্কা। তবে আজহারদের এমন দুঃসময়ে পাশে পাচ্ছেন মিসবাহ-উল-হককে। ওয়ানডে অধিনায়ক আজহার আলীর নেতৃত্বে পাকিস্তান সামনে এগিয়ে যাবে বলেই বিশ্বাস টেস্ট অধিনায়ক মিসবাহর।বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে থেকে অবসর নেওয়া মিসবাহ বাংলাদেশের কাছে সিরিজ হারে স্বাভাবিকভাবেই হতাশ। তবে আজহার ও তাঁর সতীর্থদের প্রতি পুরোপুরি আস্থাশীল তিনি। সোমবার সাংবাদিকদের মিসবাহ বলেছেন, পাকিস্তানের এই দলে তরুণদের ছড়াছড়ি। নতুন অধিনায়ক আজহার আলীর নেতৃত্বে উন্নতি করতে দলটিকে সময় দেওয়া প্রয়োজন।সাঈদ আজমল প্রথম দুই ম্যাচে একদমই সুবিধা করতে পারেননি। তবে পাকিস্তানের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়কের ওপরও আস্থার অভাব নেই মিসবাহর,এত কম সময়ের মধ্যে আগের ছন্দে ফেরা সাঈদ আজমলের জন্য সহজ কথা নয়।বাংলাদেশ দলের প্রশংসা করতেও ভোলেননি ওয়ানডেতে কোনো শতক ছাড়াই পাঁচ হাজার রানের রেকর্ড  গড়া মিসবাহ, নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুব শক্তিশালী দল। তবে সবচেয়ে বড় কথা, তারা অনেক উন্নতি করেছে।এমআর/আরআই

Advertisement