ধর্ম

সোহরাওয়ার্দীতে ওলামা সম্মেলন ৬ এপ্রিল

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের অংশগ্রহণে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে ধর্মমন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আব্দুল জলিল।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। এতে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সংশ্লিষ্ট ২ লাখ ৬০ হাজার মসজিদের ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৬৫ হাজার শিক্ষক-কর্মচারী, ৯০ হাজার প্রশিক্ষিত ইমাম, ৬১ হাজার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যসহ কয়েক লাখ আলেম-ওলামা অংশ নেবেন। উপস্থিত থাকবেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তাও।

সভায় মহাসম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান সচিব আব্দুল জলিল।

Advertisement

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএমএ/এএইচ/আরআইপি