গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুন (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।
Advertisement
আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ দিন ধার্য করেন।
জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নি-সংযোগের ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহম্মেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে।
Advertisement
জেএ/এমএমএ/এএইচ/আরআইপি