বিনোদন

অনিয়মের কাঠগড়ায় ওয়াজেদ আলী সুমনের ছবি

দেশের বাইরের ক্যামেরাম্যান, ফাইট ডিরেক্টর ছাড়াও অন্যান্য টেকনিশিয়ানদের দ্বারা নির্মিত হচ্ছিল ‌‘মনে রেখো’ ছবিটি। যার কারণে ছবিটির নির্মাণে আপত্তি তুলেছে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোট ‘চলচ্চিত্র ঐক্য জোট’। ছবিটিতে জুটি হয়ে প্রথমবার কাজ করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি ও কলকাতার জনপ্রিয় নায়ক বনি। এই ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

Advertisement

জানা গেছে, এই জোটের আপত্তিতে ‘মনে রেখো’ ছবির কাজ বন্ধ হতে যাচ্ছে! সাভারে প্রথম লটের শুটিং শেষে গাজীপুরে গ্রীনটেক রিসোর্টে বুধবার (২৯ মার্চ) দিনভর চলছিল ছবির কাজ।

খবর রটেছে, চলচ্চিত্র সম্মিলিত জোটের সদস্যরা শুটিংয়ে গিয়ে বিদেশি টেকনিশিয়ানদের ওয়ার্ক পারমিট দেখতে চায়। সেটা না দেখাতে পারায় ছবির শুটিং বন্ধ করে দেয়া হয়।

কিন্তু ছবির নির্মাতা সুমন গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে জাগো নিউজকে বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘কেউ শুটিং বন্ধ করেনি। শুটিং দিনভর চলেছে। আগামীতেও চলবে। কারও হুমকি ধামকি শুনে শুটিং বন্ধ করার কোনো মানে নেই। অনেকেই গুজব ছড়াচ্ছে আমার ছবির সেটে ভাংচুর হয়েছে। এটাও মিথ্যে।’

Advertisement

ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আজ (বুধবার) মারপিটের দৃশ্যধারণ হয়েছে। আমার দুটো বাচ্চা অসুস্থ ছিল বলে আমি সেটে উপস্থিত ছিলাম না। ফাইট ডিরেক্টর সামলে নিয়েছেন। আমি শুনেছি কয়েকজন এসেছিলেন শুটিং স্পটে। তারা দেখেছেন কোথাকার টেকনিশিয়ান কাজ করছেন। তাতে আমার ভাবনার কিছু নেই। ওয়ার্ক মারপিট দেখতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের লোক আসলে তাদের দেখাবো।’

জানা গেছে, গতকাল ‘মনে রেখো’ ছবির সেটে উপস্থিত হন চলচ্চিত্রের বিভিন্ন পেশাজীবীদের সম্মিলিত জোটের সদস্য রেজা লতিফ, চুন্নু, সাইফ খান কালু, তপন ছাড়াও আরও অনেকেই। এ ব্যাপারে নৃত্যপরিচালক সাইফ খান কালু বলেন, ‘শুটিংয়ে পরিচালক সুমন ছিলেন না। আমরা সেখানে কোনো ভাঙচুর করিনি।’ কালু আরও বলেন, ‘আমরা দেখে এসেছি ওয়ার্ক পারমিট ছাড়াই ছবিটির শুটিং চলছে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের দিয়ে। এই বিষয়ে আজ  বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে সভা ডাকা হয়েছে। ‘মনে রেখো’ ছবির পরিচালকও উপস্থিত থাকবেন। আজ সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির মহা সচিব বদিউল আলম খোকন বলেন, ‘সুমনের ‘মনে রেখো` ছবিটি নিয়ে আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে। এই ছবির সব টেকনিশিয়ান ইন্ডিয়ান। তারা ওয়ার্ক পারমিট না নিয়ে টুরিস্ট ভিসায় এসে কাজ করছে বলে জেনেছি। এতে সরকারে ট্যাক্স ফাঁকি দেয়া হচ্ছে। দেশী কুলাকুশলীদের কাজ কমছে। এটা দু:খজনক।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে তলব করে পরিচালক সমিতি থেকে সুমনকে চিঠি দেয়া হয়েছে। তিনি এর সঠিক জবাব না দিতে পারলে ও ওয়ার্ক পারমিট না দেখাতে পারলে তার ছবিটি বাতিল করা হবে ও সুমনের পরিচালক সনদও বাতিল করা হবে। আজ বিকেলে এই সিদ্ধান্তের ব্যাপারে চূড়ান্ত জানা যাবে।’

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, এত অভিযোগ ও আপত্তির পরও থামেনি ‘মনে রেখো’ ছবির কাজ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই গাজীপুরে চলছে ছবিটির দৃশ্যধারণ।

হার্টবিট প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক-অ্যাকশনধর্মী এ সিনেমার চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। মাহি-বনি ছাড়াও এতে অভিনয় করছেন- মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।এনই/এলএ