অর্থনীতি

মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৩১৮ তে। শরীয়া সূচক ডিএসইএস  ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ ও ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৫ তে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১৫৮ কোটি  ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১১৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার।এসআই/এএইচ/এমএস

Advertisement