বিখ্যাত কৌতুক অভিনেত্রী বিয়াট্রিস লিলি একবার একটি ডিনার পার্টিতে গিয়েছিলেন। তাঁর টেবিলে সেদিন বসেছিল মডেলিং জগতে নবাগতা এক অপরূপ সুন্দরী। পার্টির অন্য টেবিল থেকেও বহু পুরুষের চোখ বারবার সেই সুন্দরীর দিকে পড়ছিল। পাশের টেবিলে বসেছিলেন বিয়েট্রিসেরই এক পরিচিত লোক। তিনি নিজেকে সামলাতে না পেরে কাগজে ছোট্ট একটা নোট লিখে ওয়েটারকে দিয়ে বিয়াট্রিসকে পাঠালেন, তোমার টেবিলের ঐ সুন্দরী মেয়েটি কে?বিয়াট্রিস নোটটা পড়ে ওয়েটারকে দিয়ে উত্তর পাঠালেন, আমি।***রবীন্দ্রনাথ কথা প্রসঙ্গে দিনুবাবুকে (রবীন্দ্রনাথের নাতি দিনেন্দ্রনাথ ঠাকুর) একবার বলেছিলেন, বুঝলি দিনু, সেদিন অমুক লোকটা আমার কাছ থেকে দশ টাকা ধার নিয়ে গদগদ কণ্ঠে বললে, আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলুম।দিনুবাবু আঁতকে উঠে বললেন, তুমি দিলে ওকে টাকাটা? ওতো একটা জোচ্চোর!তা মানি, কিন্তু লোকটার শতদোষ থাকলেও একটা গুণ ওর ছিল, রবীন্দ্রনাথ শান্তস্বরে বললেন। লোকটা সত্যভাষী। কথা রেখেছিলো - চিরঋণী হয়েই রইলো।***সুন্দরী ইসাডোরা ডানকান নাকি একবার বার্ণার্ড শ`কে বলেছিলেন, `মিস্টার শ`, আমাদের দুজনের যদি একটি বাচ্চা হয়, তাহলে সে নিশ্চয় আমার মত সুন্দর আর আপনার মত বুদ্ধিমান হবে।``তা সম্ভব`, বার্ণার্ড শ বলেছিলেন। কিন্তু আরেকটা সম্ভবনাও আমরা বাদ দিতে পারি না - `আমার সৌন্দর্য্য ও আপনার বুদ্ধি`। এইচএন/এমএস
Advertisement