দেশজুড়ে

বজ্রপাতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। সোমবার রাত ৯টা থেকে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিটটি বন্ধ রয়েছে। এর ফলে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এরপর ভারি বর্ষণের সময় বজ্রপাতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫টি ইউনিট চালু করা হলেও এখন পর্যন্ত বাকি তিনটি ইউনিট বন্ধ রয়েছে।আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো চালু করার জন্য চেষ্টা চলছে।এসএস/এএইচ/এমএস

Advertisement