দেশজুড়ে

আত্মসমর্পণের আহ্বান জানালে গুলি ছোড়ে জঙ্গিরা

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা গুলি ছুড়ে জবাব দেয় বলে জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

Advertisement

মৌলভীবাজারের বড়হাট আবুশাহ দাখিল মাদরাসা গলিতে থাকা জঙ্গি আস্তানা এলাকা ঘুরে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেয়র আরও বলেন, জঙ্গিদের কীভাবে নির্মূল করা যায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আলোচনা করে তা ঠিক করবেন। সেখানে পুলিশ, র‌্যাব ছাড়াও সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

এদিকে মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির দুই কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।

Advertisement

মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ওই এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল রহমানের মালিকানাধীন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে।

আরএআর/জেআইএম

Advertisement