দেশজুড়ে

তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন কৃষকরা ক্ষতিগ্রস্ত

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ এপ্রিল দুপুরে স্থানীয়  প্রেসক্লাব চত্বরে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, রোকনুজ্জামান রোকন, সংগঠক মনিরুজ্জামান প্রমুখ।  বক্তারা বলেন, ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লংঘন করেছে। নদীতে পানি নেই। ধু-ধু বালুচর। পানিহীন শুকনো সেচ খাল। পানি না থাকায় কৃষি প্রধান রংপুর বিভাগের নীলফামারী, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । কর্মহীন হয়ে পড়েছে ক্ষেতমজুররা। বক্তারা আরো বলেন, তিস্তায় পানি না থাকায় পানির স্তর আরো নিচে নেমে যাচ্ছে । ফলে বর্ষাকালে নদীভাঙ্গন ও বন্যার কবলে পড়ে হাজার হাজার হেক্টর জমি নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।  এমজেড/এমএস

Advertisement