মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
খালেদা জিয়ার পক্ষে করা এ সংক্রান্ত এক আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে মামলার কার্যক্রম কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতে শুনানি করেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
Advertisement
এর আগে ২০১৬ সালের ২১ জানুয়ারি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমদ মেহিদী এ মামলা করেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া বলেছিলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’
এফএইচ/আরএস/এমএস
Advertisement