জাতীয়

সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

যুক্তরাষ্ট্র ও জার্মানী সফর শেষে সোমবার ঢাকা ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় স্পিকারকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্র সফরকালে স্পিকার ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্টারি নেটওয়ার্ক অন দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ আয়োজিত গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স এবং জার্মানীতে অবস্থানকালে বার্লিনে ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরাম অন পপুলেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ইপিআই) ও জার্মান অল পার্টি পার্লামেন্টারিয়ান্স গ্রুপ অন পপুলেশন অ্যান্ড ডেভলপমেন্ট আয়োজিত ‘দ্য ইন্টান্যাশনাল জি-৭/২০ পার্লামেন্টারিয়ান্স কনফারেন্স অন এমপাওয়ারিং ওমেন্স অ্যান্ড গার্লস টু লিড সেল্ফ ডিটারমাইন্ড, হেলদি অ্যান্ড প্রোডাক্টটিভ লাইভস’ শীর্ষক অনুষ্ঠানে যোগদান করেন।যুক্তরাষ্ট্র সফরকালে চিফ হুইপ আ.স.ম ফিরোজ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সানজিদা খানম স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন।একে/এমএস

Advertisement