মাগুরা-১ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ মে শনিবার অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশনের বৈঠকে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।তফসিল অনুযায়ী এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল, বাছাই ৪ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।সচিব আরও জানান, এই আসনটি মাগুরা সদর ও শ্রীপুর থানা নিয়ে গঠিত। ওই নির্বাচনী এলাকার মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ১৭৬ জন এবং ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০টি। আর ভোট কক্ষ ৬৬৭টি। আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে জানানো যাবে। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার চালানোর সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে বাধা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে কেউ অভিযোগ করেনি। কোনো অভিযোগ না এলে ইসি কোনো ব্যবস্থা নিতে পারে না। প্রসঙ্গত, গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য এম এস সিরাজুল আকবরের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করার আইনি বাধ্যবাধকতা থাকায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করলো কমিশন।১৯৪৪ সালে মাগুরায় জন্ম নেওয়া আকবর একজন বিশিষ্ট শিশু চিকিৎসক ছিলেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। পরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের টিকিটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও নির্বাচিত হন তিনি। এইচএস/আরএস/এমএস
Advertisement