চলতি বছরে প্রথমবারের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় বলছে, আগামী এপ্রিল থেকে পেট্রোলের নতুন দাম কার্যকর হবে।
Advertisement
আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে প্রতি লিটার অকটেন গ্যাসোলিন-৯৮ বিক্রি হবে ১.৯৫ আমিরাতি দিরহামে; আগে বিক্রি হতো ২.০৩ দিরহামে।
এছাড়া অকটেন গ্যাসোলিন-৯৫ চলতি মাসে ১.৯২ দিরহামে বিক্রি হলেও প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১.৮৪ দিরহাম। অকটেন গ্যাসোলিন-৯১ এর দাম কমিয়ে ১.৭৭ দিরহাম (আগে বিক্রি হতো ১.৮৫ দিরহামে) ও ডিজেল প্রতি লিটার ২.০২ দিরহামে বিক্রি হলেও কমিয়ে ১.৯৫ দিরহাম করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এই প্রথম জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিলো আমিরাত সরকার। ১ এপ্রিল থেকে জ্বালানি তেলের এই নতুন দাম কার্যকর হবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।
Advertisement
এসআইএস/এমএস