ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্যের অনুরোধ জানিয়েছে ফিলিস্তিন সরকার। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশটিতে চলমান বিপর্যয় মোকাবেলায় চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, উদ্বাস্তু ফিলিস্তিনিদের সাময়িক আশ্রয়ের জন্য তাঁবু সরবরাহ করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। রোববার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানায় মন্ত্রণালয়। সংসদীয় কমিটিকে আরও জানানো হয়, বিষয়টি বাংলাদেশ সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার ফিলিস্তিনিদের সহায়তায় পদক্ষেপ গ্রহণ করবে বলে কমিটি আশা প্রকাশ করে। কমিটির সভাপতি ডা. দীপু মনি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সোহরাব উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকার ফিলিস্তিনিদের পক্ষে। ইসরাইলি হামলার শিকার ফিলিস্তিনিদের সহযোগিতার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে জানানো হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে আগত শরণার্থী ও অবৈধ অনুপ্রবেশকারী বন্ধে কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
Advertisement