জাতীয়

সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাব গোয়েন্দা প্রধানের পাশে তথ্যমন্ত্রী

সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে দেখতে মঙ্গলবার সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সিঙ্গাপুরের অপর একটি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ইনু আহত সেনাসদস্যের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান।

Advertisement

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাউন্ট এলিজাবেথে কর্তব্যরত চিকিৎসক, সেখানকার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর নাজিম উদ-দৌলা, আজাদের সঙ্গে থাকা তার সহকর্মী লে. কর্নেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু এ সময় উপস্থিত ছিলেন। নিজের চিকিৎসা শেষে তথ্যমন্ত্রী আজ (মঙ্গলবার) রাতে ঢাকা ফেরার কথা।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নততর চিকিৎসার জন্য রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

Advertisement

এমইউএইচ/এআরএস/এমএস