বিনোদন

সকাল সাড়ে ১০টায় এফডিসিতে মিজু আহমেদের জানাজা

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় পান্থপথের কনকর্ড টাওয়ারে অবস্থিত অভিনেতা মিজু আহমেদের বাসভবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় এফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

Advertisement

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘মিজু ভাইয়ের মরদেহ মোহাম্মদপুরে নিয়ে গোসল করানো হয়েছে। রাতে তার মরদেহ রাখা হবে হিমাগারে। সকালে দুই দফা জানাজা হবে। এফডিসিতে সাড়ে ১০টায় তার দ্বিতীয় জানাজা হবে। সেখানে চলচ্চিত্রের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।’

মিজু আহমেদের নাতি তানভীর বলেন, জানাজা শেষে নানাকে (মিজু আহমেদ) মঙ্গলবার কুষ্টিয়ার কোটবাড়িতে তার নিজ বাড়িতে দাফন করা হবে।

প্রসঙ্গত, চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ দিনাজপুর যাওয়ার পথে সোমবার (২৭ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমলাপুর থেকে ট্রেনে যাত্রা শুরুর পরই হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তার। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা সেরে রাত ১১টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে যাওয়া হয় মিজু আহমেদের বাসভবনে।

Advertisement

মৃত্যুর সময় মিজু আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

এনই/এলএ/বিএ