চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম এ খল অভিনেতা। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে ট্রেনের ভেতরেই হার্ট অ্যাটাক হয় তার।
Advertisement
পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তাকে নামানো হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেখান থেকে মরদেহ কুর্মিটোলা হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানা গেছে। লাশবাহী গাড়িতে মিজু আহমেদের পরিবারের সদস্য ও চলচ্চিত্রের অনেকেই রয়েছেন।
মরদেহের সঙ্গে মিজু আহমেদের মেয়ের জামাই ও মিশা সওদাগর রয়েছেন। রাত ৯টা ৩৫ মিনিটে কুর্মিটোলা হাসপাতালে মরদেহ নেয়া হয়। হাসপাতালে ছুটে এসেছেন চিত্রনায়ক রিয়াজ, আমিন খানসহ আরও অনেকেই।
জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মরদেহ নিয়ে যাওয়া হবে মিজু আহমেদের নিজ বাসায়। এ অভিনেতা দীর্ঘদিন ধরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের বিপরীতে কনকর্ড টাওয়ারে বসবাস করতেন।
Advertisement
মিজু আহমেদ ১৯৭৮ সালে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক হিসেবেও ছিলেন সফল ও জনপ্রিয়। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ।
এলএ/এসএইচএস/আরআইপি