শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের পরিসংখ্যান ছিল ৪-৩৩। অর্থাৎ মাত্র ৪টি ম্যাচে জিততে পেরেছিল টাইগাররা আর হেরেছিল ৩৩টি ম্যাচ। চলতি সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর এমন পরিসংখান জেনেও আলোচনা ৩-০তে জিততে পারবে বাংলাদেশ? অথচ এখনও সিরিজ জয়ই নিশ্চিত হয়নি টাইগারদের। তাই কিছুটা বিরক্ত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন, ৩-০ নয় আপাতত দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবছেন তিনি।
Advertisement
দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার ডাম্বুলার রণগিরিতে অনুশীলন করতে আসে বাংলাদেশ। অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। ৩-০ তে সিরিজ জিততে পারবেন কি না এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমি আগেও বলেছিলাম সিরিজ জিতলে আমাদের জন্য ভালো ইম্প্যাক্ট হবে। এর আগেই আমি ওখানে যেতে চাই না যে, ৩-০। একটা ম্যাচ জিতি আর খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৩-০। সব সময় কথা হয়, ৩-০ বা ৫-০, অন্য দলও তো খেলতে আসে। তারা তাদের সেরা চেষ্টাও তো করবে।’শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং বিভাগেও লঙ্কানদের চেয়ে অনেক এগিয়ে ছিল টাইগাররা। তাই স্বাভাবিকভাবেই বেড়েছে প্রত্যাশার পারদ। তবে এটাকে খেলোয়াড়দের উপর চাপ মনে করেন মাশরাফি। তার মতে সিরিজে কি হবে না ভেবে ম্যাচ বাই ম্যাচ খেললেই ভালো ফলাফল করতে পারবে বাংলাদেশ।
‘এখনই ৩-০ নিয়ে ভাবাটা খেলোয়াড়দের জন্য একটা চাপ। আমার মনে হয়, এখান থেকে বাইরে থাকাই ভালো। ম্যাচ বাই ম্যাচ খেলা সবচেয়ে সুবিধাজনক। প্রথম ম্যাচ জিতেছি এখন দ্বিতীয় ম্যাচে ফোকাস করা উচিত। আমাদের লক্ষ্য পরের ম্যাচে সেরা ক্রিকেট খেলা, যদি বের হয়ে যেতে পারি তখন বোঝা যাবে সমীকরণ কী।’
উল্লেখ্য, আগামীকাল ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। এ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের।
Advertisement
আরটি/আইএইচএস/আরআইপি