‘সেই অস্ট্রেলিয়া, আর এই অস্ট্রেলিয়া!’ সিরিজে শুরুর দিকে অসিদের ছিল দাপট; সামনে এগোতেই শুরু হলো ধুকপুকানি। সিরিজের তৃতীয় টেস্টটা নিষ্প্রাণ ড্র হওয়ায় চতুর্থ টেস্ট ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণের অঘোষিত ফাইনালে। এই ম্যাচটিতেও শুরুটা ভালো ছিল; শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছেন স্মিথরা।
Advertisement
ভারতীয় বোলারদের তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ১৩৭ রানে। ধর্মশালা টেস্ট জয় ও সিরিজ জিততে ভারতের লক্ষ্য দাঁড়াল ১০৬ রানের। প্রথম ইনিংসে অসিরা তুলেছিল ৩০০ রান। জবাবে ভারতের ইনিংস থামে ৩৩২ রানে।
এদিকে ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে কোনো উইকেট হারায়নি ভারত; সংগ্রহ পেয়েছে ১৯ রানের। টিম ইন্ডিয়া এখন জয় থেকে দূরে ৮৭ রানে। দিন শেষে লোকেশ রাহুল ১৩ ও মুরালি বিজয় ৬ রানে অপরাজিত আছেন।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। উমেশ যাদবের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন অসি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৬) ও ম্যাট রেনশ (৮)।
Advertisement
এরপর অসি অধিনায়ক স্টিভেন স্মিথও দাঁড়াতে পারলেন না। ১৭ রান করতেই স্মিথকে সরাসরি বোল্ডআউট করেন ভুবনেশ্বর কুমার। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা দেখিয়েছিলেন পিটার হ্যান্ডসকম্ব ও গ্লেন ম্যাক্সওয়েল।
কিন্তু সে আশায় গুড়ে বালি ঢেলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই স্পিনারের শিকারে পরিণত হন ১৮ রান করা পিটার হ্যান্ডসকম্ব। গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অশ্বিন।
ম্যাথু ওয়েড শেষ পর্যন্ত লড়ে গেছেন। ২৫ রানে অপরাজিত থেমে মাঠ ছাড়েন। ভারতের পক্ষে তিনটি করে উইকেট পকেটে পুরেছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। উমেশ যাদবও পেয়েছেন তিনটি উইকেট। বাকি উইকেটটি গেছে ভুবনেশ্বর কুমারের দখলে।
এনইউ/পিআর
Advertisement