ক`দিন আগে বাংলাদেশকে লাহোরে গিয়ে খেলার আমন্ত্রণ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কোন ইতিবাচক সাড়া পায়নি বলে জানিয়েছে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। এমন সংবাদই প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
Advertisement
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল লাহোরে সফল ভাবে আয়োজন করার পর বাংলাদেশকে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আমন্ত্রণ দেয় পাকিস্তান। তবে এ মুহূর্তে পাকিস্তানের যাওয়ার কোন পরিকল্পনা নেই বলে তাদের জানিয়েছেন বাংলাদেশের মুখপাত্র।
চলতি বছরের জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সফরকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বলে জানান শাহরিয়ার। তার বিশ্বাস ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশ তাদের দেশে যেতে রাজী হবে।
উল্লেখ্য, পিএসএলের ফাইনালে আটজন বিদেশি তারকা খেলতে গিয়েছিল পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ থেকে এনামুল হক বিজয়ও খেলেছেন।
Advertisement
আরটি/এমআর/পিআর