টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। পঞ্চম ম্যাচে এসে মুম্বাই ১৮ রানে হারিয়েছে আরেক তারকাসমৃদ্ধ দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আগে ব্যাট করে রোহিত শর্মার দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৯ রানের বড় স্কোর গড়ে তোলে। বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তুলতে সক্ষম হয়। এই জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে মুম্বাই উঠে এসেছে সাত নম্বরে। তিন ম্যাচে এক জয় নিয়ে বিরাট কোহলির দল নেমে গেছে একেবারে শেষে।জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে নেঙ্গালুরুর যেমন শুরু হওয়া দরকার ছিল ঠিক তেমনটা হয়নি। মিডল অর্ডারে এবি ডি ভিলিয়ার্স ঝড়ো ইনিংস খেলে একটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি বেঙ্গালুরুর। মাত্র ১১ বলে পাঁচ চার, তিন ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন ভিলিয়ার্স। ডেভিড ওয়াইজ ৪৭ রান করেন ২৫ বলে, ছয় চার, দুই ছক্কায়। বাকিদের মধ্যে মানবিন্দর বিসলা ও ইকবাল আব্দুল ২০, কোহলি ও কার্তিক ১৮, গেইল ১০ রান করেন। ২৭ রানে ৩ উইকেট নেন হরভজন সিং।এদিন চিন্নাস্বামীতে টস হেরে ব্যাট করতে নামে মুম্বাই। ওয়েস্ট ইন্ডিয়ান লেন্ডল সিমন্স চমৎকার শুরু করে দিয়ে যান। খেলেন ৪৪ বলে ৫৯ রানের ইনিংস। ৯টি চার মারার পাশাপাশি ছক্কা মেরেছেন দুটি। সিমন্সের দেখানো পথই অনুসরণ করেন উন্মুক্ত চাঁদ এবং রোহিত। চাঁদ আট চার, দুই ছক্কায় ৩৭ বলে ৫৮, রোহিত মাত্র ১৫ বলে তিন চার, চার ছক্কায় খেলেন ৪২ রানের ইনিংস। তাতেই ২০ ওভারে ৭ উইকেটে মুম্বাইয়ের স্কোরবোর্ডে জমা পড়ে ২০৯ রান। ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে বেঙ্গালুরুর সবচেয়ে সফল বোলার ওয়াইজ।পিআর
Advertisement