আন্তর্জাতিক

আইএস নিয়ন্ত্রিত বিমান ঘাঁটি দখল করেছে সিরীয় বিদ্রোহীরা

সিরিয়ার রাক্কা শহরের কাছে আইএসের নিয়ন্ত্রণে থাকা একটি বিমান ঘাঁটি দখল করেছে সিরীয় বিদ্রোহীরা। আইএসের সর্বশেষ গুরুত্ব ঘাঁটি রাক্কা শহর। কিন্তু ধীরে ধীরে ওই শহরের দখল হারাচ্ছে তারা। বিমানবন্দরের দখল নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিদ্রোহীরা। খবর বিবিসির।

Advertisement

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মুখপাত্র তেলাল সেল্লো জানিয়েছেন, তারা জঙ্গিদের হাত থেকে তাবকা বিমানবন্দর দখল করে নিয়েছেন।

রাক্কা শহরটিকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করেছিল আইএস। তাই এই শহরটি জঙ্গিদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।

এর আগে আইএস সতর্ক করে জানিয়েছিল, তাবকার বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে। আসলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াতেই তারা এমন ভুয়া খবর ছড়িয়েছিল। কিন্তু ওই বাঁধ এখনো অক্ষত রয়েছে।

Advertisement

২০১৪ সালে সিরীয় বাহিনীর কাছ থেকে তাবকা বিমান ঘাঁটি দখল করে নেয় আইএস জঙ্গিরা। সেসময় বহু সেনাকে ধরে মৃত্যুদণ্ড দেয় জিহাদিরা।

টিটিএন/জেআইএম