পাকিস্তানের বিপক্ষে ব্যাটে ঝড় তুলে সব সমালোচনার জবাব দিয়েছেন তামিম ইকবাল। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। রোববার খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বলেছেন এতদিন চেপে রাখা অনেক কথা। তার নতুন করে এই ঝলসে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ যে আমাকে গুরুত্ব দেওয়া হলে সবসময় ভাল থাকি। আমার দলের সদস্যরা সব সময় আমাকে বিশ্বাস করেছে। আমার পাশে তারা সব সময় ছিল। আমার মনে হয়, আমার সাফল্যের জন্য ওদেরও বড় অবদান রয়েছে। যদি দু’জনের নাম নিতে হয়, তাহলে মুশফিক ও মাশরাফির নাম বলবো। এটা মিডিয়াতেও আলোচনা করতে দ্বিধা নেই। আমাকে সব সময় বলেছে, বিশ্বাস করেছে বলেই এটা পাওয়া সম্ভব হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেন, ঠিক কেমন অনুভূতি এ প্রশ্নে তিনি বলেছেন, ‘দল হিসেবে এই জয়টা আমাদের জন্যে অনেক বড় ব্যাপার। ১৯৯৯ সালের পর ওদের সঙ্গে আমরা জিতিনি। শেষ কয়েকটি ম্যাচে বেশ ক্লোজ ছিল, কিন্তু জয় পাইনি। এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের ফর্ম ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই সিরিজটি ভাল না খেললে সবাই বলা শুরু করতো আমরা কিছু পারি না।’ ব্যাটিং করতে নামার আগে বিশেষ কোনো পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘ব্যাটিং করতে নামার সময় মাথায় ছিল, ব্যাটিংটা উপভোগ্য করব। শটস খেলবো। যখন ৮০ রানে ছিলাম তখন মনে হল সেঞ্চুরিটা করা লাগবে। মুশফিক অনেকবার আমাকে মনে করিয়ে দিচ্ছিল সেঞ্চুরিটা করতে হবে।’ পরপর ২ সেঞ্চুরি করে কি মনে হচ্ছে সমালোচনার জবাব দিতে পেরেছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সমালোচনা আমার হাতে না। আমি মানুষকে থামাতেও পারব না। এটা নিয়ম। আমি ভালো খেললে ভাল বলবে, খারাপ খেললে খারাপ বলবে। আমিও এটা চাই। কিন্তু এটা ব্যক্তিগত হওয়া উচিত না। আমার জন্য আমার পরিবার কেন ভুক্তভোগী হবে।’
Advertisement
শুক্রবার সেঞ্চুরি করার পর একভাবে উদযাপন করলেন রবিবার আবার ভিন্নভাবে করলেন এটা কি কোনো পরিকল্পনা করে করছেন এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘উদযাপন পরিকল্পনা করে হয় না। খুশি মনে করে ফেলি।’
সৌম্যর সঙ্গে ওপেন করছেন তাকে কেমন মনে হয়েছে এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমাদের দলে এখন অনেক খেলোয়াড় আছে যারা অনেক কেইপেবল, ও অনেক কিছু করতে পারবে। কিন্তু ওদেরকে সময় দিতে হবে। আমরা সবাই মিলে যদি ওদেরকে সাপোর্ট করি, সময় দেই, তাহলে অনেক কিছু করতে পারবো।’এসআরজে
Advertisement